বাংলার গর্ব মমতার প্রসার

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ককে পুনরুজ্জীবিত করছে 'বাংলার গর্ব মমতা'।

পার্টিতে যোগদান

পার্টিতে যোগদান

1.25 Lac

যাত্রা (কিমিতে)

যাত্রা (কিমিতে)

41.5 K

সংযুক্ত নেতৃবৃন্দ

সংযুক্ত নেতৃবৃন্দ

75 k+

জানুন বাংলার গর্ব মমতার সম্বন্ধে

জানুন বাংলার গর্ব মমতার সম্বন্ধে

'বাংলার গর্ব মমতা' (BGM) একটি ৭৫ দিন ব্যাপী জনসংযোগ কর্মসূচী যাতে যুক্ত থাকবেন ৭৫,০০০ + নেতা এবং তৃণমূল স্তরের কর্মীরা। এই কর্মসূচী ছুঁয়ে যাবে ১৫,০০০ জনবহুল বসতি যার মাধ্যমে প্রায় আড়াই কোটি মানুষের কাছে পৌঁছনো সম্ভব হবে।

এ আই টি সি ইভেন্ট লঞ্চ

২রা মার্চ

২৫,০০০ নেতা-নেত্রী

নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে প্রচারাভিযানের উদ্বোধন, সাথে থাকবেন নির্বাচিত জনপ্রতিনিধিবর্গ, গুরুত্বপূর্ণ দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূল স্তরের কর্মীবৃন্দ

তৃণমূল কর্মী সম্মেলন

৭ই মার্চ

১ লক্ষ+ দলীয় নেতা-নেত্রী

সারা বাংলার মোট ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে প্রায় ১ লক্ষ দলীয় নেতা একাধিক কর্মসূচি পালন করবেন। ২৫০ জনেরও বেশি দলীয় কর্মী তাঁদের নিজ নিজ বিধানসভা কেন্দ্রে প্রতিটি কর্মসূচির উদ্বোধন করবেন

জলযোগে যোগাযোগ

৮ই -১৪ই মার্চ

২৫০০ সাংবাদিকের সাথে

২৯৪ টি বিধানসভা কেন্দ্র জুড়ে দলীয় নেতারা প্রায় ২৫০০ জন সাংবাদিকের সঙ্গে আলাপচারিতা করবেন।

স্বীকৃতি সম্মেলন

১৫ই মার্চ

১০,০০০ দলীয় কর্মীর সাথে

১০,০০০ প্রবীণ দলীয় কর্মীকে সম্মান জানাতে এই বিশেষ অনুষ্ঠান, যা হবে ২৯৪টি বিধানসভা জুড়ে।

জনতার দরবার
আপনার 'বাংলার গর্ব মমতা' মুহূর্ত শেয়ার করুন আমাদের সাথে।

আপনি কতখানি মমতার মতো ?

ফলো করুন

Follow us on Facebook

ফলো করুন

Follow us on Instagram

ফলো করুন